ঢাকার মাতুয়াইল শান্তিবাগ স্কুল মোড় এলাকায় মাত্র ১২ ফুট প্রশস্ত রাস্তার পাশে গড়ে উঠছে একটি ১১ তলাবিশিষ্ট বহুতল ভবন।
সেইফ গার্ডেন-৫’ নামের প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘সেইফ কমিউনিটি গ্রুপ’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান। ইতোমধ্যে ভবনটির দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
রাজউকের নিয়ম অনুযায়ী, ১০ তলা বা তার বেশি উচ্চতার ভবন নির্মাণের জন্য কমপক্ষে ২৫ থেকে ৩০ ফুট প্রশস্ত রাস্তা থাকা বাধ্যতামূলক।
পাশাপাশি প্রয়োজন পড়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, ভয়েড স্পেস এবং নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গার। অথচ সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবনটির চারপাশে গড়ে দেড় থেকে দুই ফুট ফাঁকা জায়গা ছাড়া হয়েছে, যেখানে নকশা অনুযায়ী খোলা রাখতে হতো ৬০ শতাংশ জমি।
রাস্তার জন্য প্রাথমিকভাবে ৪ ফুট জায়গা ছেড়ে দেওয়া হলেও সেখানে বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প।
নথিপত্র অনুযায়ী, মহিবুল ইসলাম গং-এর আবেদনের ভিত্তিতে ২০২১ সালে রাজউক ভবনটির নকশা অনুমোদন দেয় (নথি নম্বর: ২২৩/২১)।
একইসঙ্গে মালিকপক্ষ ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় রাজউকের সকল নিয়ম-কানুন এবং শর্তাবলি মেনে চলার প্রতিশ্রুতি দেয়।
তবে অভিযোগ রয়েছে, নির্মাণ শুরুর পর থেকেই সেই শর্তগুলো উপেক্ষা করে চলছে কাজ।
প্রকল্প এলাকায় থাকা সাইনবোর্ডে ভবনের নাম, মালিক, ঠিকানা, নির্মাণকালসহ অন্যান্য তথ্য উল্লেখ থাকলেও নকশায় থাকা দুটি ভয়েড স্পেস রাখা হয়নি। জমির প্রায় ৯০ শতাংশ জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ভবনটি।
বিষয়টি নিয়ে সেইফ কমিউনিটি গ্রুপের সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে, একজন নিজেকে প্রতিষ্ঠানটির পরিচালক পরিচয় দিয়ে বলেন, “আমরা যথাসাধ্য নিয়ম মেনেই কাজ করছি।
তবে শতভাগ নিয়ম পালন করা সবসময় সম্ভব হয় না।” বিস্তারিত জানার জন্য সরাসরি অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।
রাজউক সংশ্লিষ্ট জোনের ইমারত পরিদর্শক অমিত হাসানকে কল দিলে তিনি প্লট নম্বর জানাতে বলে কল কেটে দেন। পরে সকল তথ্য হোয়াটস অ্যাপে পাঠালেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো সাড়া দেননি। আরেক কর্মকর্তা জান্নাতুল মাওয়ার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
আগামী প্রতিবেদনে পাওয়া যাবে কে দিল এই অনুমোদন? নকশায় কার স্বাক্ষর?
এসআর
মন্তব্য করুন: