[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১:৩৪ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে সিরামিক রোড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল।

তিনি আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর