[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ১২:০৪ পিএম

ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সরকার।

রিটের শুনানি শেষে আদালত ওই হাট সংক্রান্ত ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

অন্যদিকে, রিটে সহকারী আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা।

মেরাদিয়ায় হাট বসলে সেটি পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলে। তাই এলাকাবাসীর স্বার্থে এই রিট আবেদন করা হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর