১৮ এপ্রিল (রাত ১১:৪৫): মগবাজার রেলগেটে আজমেরী গ্লোরী পরিবহনের একটি মিনি বাস রেললাইনে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাত ১১টা ৪৪ মিনিটে ফেডারেল ডিপার্টমেন্ট কমপ্লেক্স (এফডিসি)–হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাওয়াকালে বাসটি রেললাইনে ওঠে এবং ছাঁট করে ফেলতে না পেরে সেখানে আটকে যায়।
ভিডিওতে দেখা যায়, ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল একটি ব্রড–গেজ ট্রেন। ট্রেনটি শিল্ডের মতো বাসটিকে ছেড়ে যেতে দেওয়ার আগেই যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে আশ্রয় নেন। এসময় রেলগেটকিপার বাঁশির বাঁশি বেজে সবাইকে সতর্ক করার চেষ্টা করেন।
এক যাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,
“বাস আটকে যাওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ে—ট্রেন চলে আসছে দেখে কেউ পিছিয়ে তাকানোর সুযোগ পায়নি।”
অল্প সময় পর চালক বাসটি পিছনে সরিয়ে রেললাইনের বাইরে নিয়ে আসতে সক্ষম হন। কয়েক সেকেন্ড পরে ট্রেনটি গতিবেগে মগবাজার রেলগেট পার হয়ে যায়। কোনো ধরনের হতাহতের খবর মেলেনি।
দৃশ্যে মূল চক্র
প্রতিবেদন লেখা পর্যন্ত (বাস্তবে রাত ১২টা প্রায়) রেলওয়ে কর্তৃপক্ষ ও আজমেরী গ্লোরী পরিবহনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে যাত্রীদের আতঙ্কের মুহূর্ত এবং রেললাইনে আটকে যাওয়ার ঘটনা মনে করিয়ে দেয়, জনদূর্ঘটনা রোধে আরও সচেতনতা ও সময়োপযোগী ব্যবস্থা কতটা জরুরি।
এসআর
মন্তব্য করুন: