পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় একযোগে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন।
ঢাকায় সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ শিক্ষার্থীদের সচিবালয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করে জানান, ‘আমাদের দাবি শুনতে হলে আমাদের কাছেই আসতে হবে।’
রাজশাহীর ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করায় তিনটি ট্রেন আটকে পড়ে। একইসঙ্গে দিনাজপুরেও লেভেলক্রসিং বন্ধ করে রাখায় বন্ধ হয়ে যায় তিনটি আন্তঃনগর ট্রেন ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে যান চলাচল।
এদিকে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে সেনাবাহিনী হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দুই ঘণ্টার কর্মসূচি পালন করে। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এবং গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায়ও একইভাবে সড়ক অবরোধে অংশ নেয় শিক্ষার্থীরা। গোপালগঞ্জে আন্দোলনের সময় শিক্ষার্থীরা সড়কের ওপর দাঁড়িয়ে নামাজ আদায়ও করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বহুবার দাবিগুলো জানানো হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। এবার তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো:
১. ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টরদের দ্রুত অপসারণ।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে পূর্ণ ৪ বছর মেয়াদি হিসেবে বাস্তবায়ন ও প্রতিটি পর্ব ৬ মাস মেয়াদী করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন নিশ্চিত করতে হবে।
৪. কারিগরি শিক্ষা বোর্ডে অ-কারিগরি জনবল রাখা যাবে না।
৫. বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করে শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
৬. ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে।
রাজশাহীর এক যাত্রী বলেন, “কোনো দাবির জন্য রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। দাবি পৌঁছানোর ভিন্ন উপায় থাকা দরকার।
এসআর
মন্তব্য করুন: