[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৯:৫৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, অভিযুক্ত ব্যক্তি হিসেবে শনাক্ত হওয়া শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন।

এদিকে, ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী বলেন, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরু হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার ভোরে একজন ব্যক্তি চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেন।

এরপর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মাস্ক পরিহিত এক যুবক কালো টি-শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের তিন নম্বর গেটে প্রবেশ করেন।

ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি দেয়ালে আগুন লাগিয়ে পরিস্থিতি করে ছড়িয়ে দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর