[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ৫:০৯ পিএম
আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ৫:৫১ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ফেসবুকে ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশের এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়, ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

যদিও এটি বড় কোনো ক্ষতির কারণ হয়নি, তবে ভূমিকম্পের বারবার অনুভূতি জনমনে উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার কথা মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর