[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

চাকরিতে পুনর্বহালসহ দুটি দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের প্রতিনিধিত্ব করে।

তাদের দুই দফা দাবি হলো—
১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল।
২. জামিন পেলেও এখনো মুক্তি না পাওয়া সদস্যদের মুক্তি নিশ্চিত করা।

এর আগে শনিবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে তারা আজকের কর্মসূচির ঘোষণা দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর