অমর একুশে বইমেলায় নারী ও শিশুদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং একাডেমির কাছে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রেক্ষিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করছে বাংলা একাডেমি।
বইমেলার প্রয়োজনীয় কাজগুলো ‘ড্রিমার ডংকি’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বাংলা একাডেমিকে জানিয়েছিল, মেলায় ওয়াশরুমের পাশে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার সরবরাহ করা হবে। কিন্তু মেলা কর্তৃপক্ষ দেখতে পায়, প্রতিষ্ঠানটি এই পণ্যসহ আরও কিছু পণ্য বিক্রি করছে, যা নীতিমালা লঙ্ঘন করেছে। ফলে কর্তৃপক্ষ তাদের স্টল বন্ধ করতে বলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার ও প্রসারে বাংলা একাডেমির কোনো সংকোচ নেই। তবে বইমেলার বাণিজ্যিকীকরণের বিষয়টি সংবেদনশীল হওয়ায়, একাডেমি একই নিয়ম বিভিন্ন অন্যান্য পণ্যের ক্ষেত্রেও অনুসরণ করেছে।
বাংলা একাডেমি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখবে, এবং একাডেমি এটি নিশ্চিত করেছে।
এসআর
মন্তব্য করুন: