[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

রবিবার থেকে দক্ষিণ সিটির শূন্য কক্ষে দাপ্তরিক কার্যক্রম: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ৩:২৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে আগামী রবিবার থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ ঢাকার হেয়ার রোডস্থ নিজ বাসভবনে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "দাপ্তরিক কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া হবে না।"

ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা: বিগত সময়ের ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের সম্ভাব্য ষড়যন্ত্রের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "যারা উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার অপচেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ়ভাবে কাজ করব।"

উন্নয়ন কার্যক্রমে অগ্রগতির প্রতিশ্রুতি: উপদেষ্টা আসিফ মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, "দেশের জনগণের জন্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমে গতিশীলতা আনতে হবে। এটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।"

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উদ্যোগ চলমান জনসেবাকে বাধাহীন রাখার প্রতিশ্রুতি বহন করে। এটি জনগণের আস্থা অটুট রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে নতুন উদ্যমে কাজ করার ইঙ্গিত দেয়।

উপদেষ্টার এই ঘোষণা দেশের উন্নয়ন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর