ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ
ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর প্রায় ২টা ৩৫ মিনিটে তাকে গুলির আঘাতসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
জুলাই ঐক্যের এক সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময়ই ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। প্রাথমিক সূত্রে জানা গেছে, হাদি কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়েছেন, তবে এ বিষয়ে চিকিৎসকদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তার ব্যক্তিগত ফেসবুক পেজে জানানো হয়েছে—হাদির জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন।
ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শোনা গেছে। তদন্ত দল পাঠানো হয়েছে, তারা নিশ্চয়তা দিলে বিস্তারিত জানানো হবে।
গত নভেম্বর মাসেই হাদি দাবি করেছিলেন যে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়া এবং তার পরিবারকে ক্ষতি করার নানা বার্তা পাঠানো হয়েছে। ফেসবুকে তিনি লিখেছিলেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: