[email protected] শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
৩১ শ্রাবণ ১৪৩২

মুন্সিগঞ্জে তরুণীদের প্রকাশ্যে মারধর করা সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ৫:২৫ পিএম

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে একটি পিকনিকের লঞ্চে তরুণীদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ‘এমভি ক্যাপ্টেন’ নামের লঞ্চটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসা ৩০০-৪০০ তরুণ-তরুণী ভ্রমণের উদ্দেশ্যে লঞ্চটি ভাড়া নেয়। চাঁদপুর থেকে ঘুরে ফেরার পথে তারা মুন্সীগঞ্জ লঞ্চঘাটে বিরতি নেয়।

এ সময় ৮-১০ জন তরুণ-তরুণী চা-নাস্তা খেতে ঘাটে নামলে স্থানীয় কিছু যুবক ‘অশ্লীলতা’র অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে পড়ে।

ঘটনার এক পর্যায়ে প্রায় ৫০-৬০ জন স্থানীয় যুবক লঞ্চে উঠে বাকবিতণ্ডা শুরু করে এবং পরে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করে। এ সময় যাত্রীদের মোবাইল ফোন ও টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাত সাড়ে ৯টার দিকে পুলিশ, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে সহায়তা করে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। শনিবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেহাল আহমেদ জিহাদ (২৭) কে আটক করে পুলিশ।

ঘটনার বিষয়ে নেহাল বলেন, পরিস্থিতি শান্ত করতে তিনি কিছু তরুণীকে মারধর করেছেন বলে স্বীকার করেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, পুলিশ নিজের উদ্যোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং তদন্ত চলছে। এখনও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর