চলতি বছরের মার্চ মাসে দেশে ৪৪২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১২৫ কন্যাশিশুসহ মোট ১৬৩ জন। সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ১৮ কন্যাশিশুসহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর ২ কন্যাশিশুকে হত্যা করা হয় এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে আরও ২ জন।
এছাড়া ৫৫ কন্যাশিশুসহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়।
যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ কন্যাশিশুসহ ১৬ জন, এবং উত্ত্যক্তের শিকার হয়েছেন ৮ জন—এর মধ্যে ৬ জনই শিশু। বিভিন্ন কারণে ৯ কন্যাশিশুসহ ৫৪ জন নারী নিহত হয়েছেন, আর ২৯ জনের মৃত্যুকে রহস্যজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও মার্চ মাসে ২ কন্যাশিশুসহ ১৩ জন আত্মহত্যা করেন, ২১ জন নারী ও শিশু পাচারের শিকার হন এবং যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন ৫ জন, যাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন, দুইজন গৃহকর্মী হত্যার ঘটনা ঘটে।
অপহরণ ও অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ৮ কন্যাশিশুসহ মোট ১৯ জন।
সাইবার অপরাধের শিকার হয়েছেন ৩ জন এবং বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ঘটেছে ৩টি। অন্যধরনের নির্যাতনের শিকার হয়েছেন আরও ১২ জন।
এসআর
মন্তব্য করুন: