বগুড়া বাড়ির দেয়ালে লেখা "মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক"। শিরোনামে এক হুমকি বার্তায় আতঙ্কিত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েম (২৪) এবং তার পরিবার।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া এলাকার নিজ বাড়ির দেয়ালে এ হুমকি বার্তাটি দেখতে পান সায়েম ও তার পরিবারের সদস্যরা।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ বার্তা লিখে যায়।
আহসান হাবিব সায়েম বলেন, “সকালে আমার ভাবি দেয়ালে লেখাটি দেখে আমাকে ডেকে তোলেন। বিষয়টি জানার পর থেকে আমরা ভীত হয়ে পড়েছি।
ছাত্র সমাজকে ধ্বংস করার চেষ্টায় যারা লিপ্ত, তারা এখন ব্যক্তিগত আক্রমণে নেমেছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সাবেক সহ-সমন্বয়ক।
সায়েমের বড় ভাই শাহাদত হোসেন জানান, সায়েম দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিল এবং সরকারবিরোধী নানা কর্মসূচিতে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে এই হুমকি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া শাখার সাবেক সমন্বয়ক সাকিব খান বলেন, “সায়েমকে হুমকি দেওয়ার ঘটনায় আমরা শঙ্কিত। এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অভিযোগ করেন, “এই ঘটনার পেছনে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি থাকতে পারে। তারা প্রশাসনকে চাপে রাখতে এমন কাজ করেছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সায়েম ও তার পরিবার দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: