[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির গর্তে পুড়িয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ২:০৪ পিএম

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার এলাকায় মাটির গর্তে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে জানায়, ভিকটিমে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং মাথার অবশিষ্টাংশ নেই। হাতে একটি চুড়ি থাকায় প্রাথমিকভাবে মরদেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সম্পাদকের ছেলে।

স্থানীয়রা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির অভিযোগে খোঁজ করতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পাওয়া যায়।

ফারহান রনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি জানান, পাতা পোড়াচ্ছেন। কিন্তু তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা ঘরের ভেতর দেখতে চাইলে ফারহান ক্ষুব্ধ হয়ে হুমকি দেন।

পরে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে মাটির গর্তে পোড়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আখাউড়া থানার তদন্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান, “মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে, তাই এটি নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডি এবং পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, আটক ফারহান রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এটি একটি জঘন্য অপরাধ বলে মনে করছে স্থানীয় প্রশাসন। দ্রুত ঘটনার পেছনের কারণ উদঘাটন করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর