[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ২:১৭ এএম

ফাইল ছবি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তার মাথা ও হাঁটুতে আঘাত লাগে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে গুলির ঘটনার কথা জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর