[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩০ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ

করছে। উত্তরের হিমেল বাতাস ও কম তাপমাত্রার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৭৭ শতাংশ এবং ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল।

এর আগের দিনগুলোতেও তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। শনিবার ও শুক্রবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। যদিও শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে।

তীব্র শীতে জীবিকার প্রয়োজনে বাইরে কাজ করতে গিয়ে চরম কষ্টে পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। অনেককে রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চায়ের দোকানের পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর