[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ৭:০৯ পিএম

সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারে ফেরার সময় ইঞ্জিন

ত্রুটির কারণে একটি পর্যটকবাহী জাহাজ সাময়িকভাবে সাগরে থেমে যায়। ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামের ওই জাহাজটিতে তিন শতাধিক ভ্রমণকারী ছিলেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে টেকনাফের বাহারছড়া এলাকার কাছাকাছি সাগরে এই পরিস্থিতি তৈরি হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে জাহাজটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজের ইঞ্জিনে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় সেটি চলাচল বন্ধ রাখতে হয়েছিল। তিনি আরও বলেন, জাহাজের মাস্টারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে বর্তমানে জাহাজটি নিরাপদে গন্তব্যের পথে রয়েছে।

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর