বাংলাদেশে আগামী পাঁচ দিন জুড়ে শুকনো আবহাওয়া বজায় থাকবে
বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে থাকবে সামান্য মেঘ, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা দেখা দিতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে—
১ম দিন – ১২ ডিসেম্বর
আকাশ আংশিক মেঘলা থাকবে
বৃষ্টির সম্ভাবনা নেই
ভোরে হালকা কুয়াশা
রাত–দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি
২য় দিন – ১৩ ডিসেম্বর
আবহাওয়া প্রথম দিনের মতোই
সকালে হালকা কুয়াশা হতে পারে
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
৩য় দিন – ১৪ ডিসেম্বর
সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত
ভোরে কুয়াশা
রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দিনের তাপমাত্রা ১–২°C কমতে পারে
৪র্থ দিন – ১৫ ডিসেম্বর
শুষ্ক আবহাওয়া
ভোরে হালকা কুয়াশা
রাত–দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
৫ম দিন – ১৬ ডিসেম্বর
আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে
বৃষ্টির সম্ভাবনা নেই
ভোরে হালকা কুয়াশা
সারাদেশে তাপমাত্রা প্রায় একই থাকবে
বর্ধিত পূর্বাভাস
এই সময়ে আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এসআর
মন্তব্য করুন: