[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে : সাদিক কায়েম‎

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৭:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি

সাদিক কায়েম শুক্রবার পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বক্তব্য দেন।

তিনি বলেন, শরিফ ওসমান হাদি, যিনি জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা, সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

সাদিক কায়েম দ্রুত তাদের গ্রেপ্তার ও ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব উল্লেখ করেন।

বক্তৃতায় আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদীর অবদান এবং তরুণ প্রজন্মের কাছে তার নীতি ও লড়াইয়ের প্রভাবের কথাও উল্লেখ করেন।

সম্মেলনে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর