ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটার কাজের কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার ও রোববার কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার মধ্যে রয়েছে কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, আবদানি, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা এবং সালুটিকরঘাট।
এই ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া, মুসলিমপাড়া এবং লাক্কাতুড়া বাজার।
পিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
এসআর
মন্তব্য করুন: