[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে ৯ দশমিক ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৪৭ এএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এতে শীতের তীব্রতা বেশ বেড়ে গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন, বৃহস্পতিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ঘেঁষা এই সীমান্ত জেলায় কয়েকদিন ধরেই হিমেল বাতাসে শীতের দাপট অব্যাহত রয়েছে। সকালে রোদের দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যাচ্ছে না। ফলে রাত ও ভোরে গ্রামাঞ্চলের মানুষজন গরম কাপড় পরে বাইরে বের হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য শীতের এ হঠাৎ বৃদ্ধি বাড়িয়েছে ভোগান্তি।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বহির্বিভাগে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য রোগী, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে জানান, তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও ২–৩ দিন স্থায়ী হতে পারে। তিনি বলেন, “আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।”
তিনি আরও জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলে ওই এলাকাকে মৃদু শৈত্যপ্রবাহ কবলিত হিসেবে ধরা হয়। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলক বেশি, যা বৃহস্পতিবার ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর