[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৮:৪২ এএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন

পরিবর্তনের দাবি জানিয়ে টানা মশাল মিছিল করছে মনোনয়ন না পাওয়া জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের থানারপুল এলাকা থেকে তাদের এই মশাল মিছিল শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানারপুলস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জুবলী রোড ও পুরাতন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় ফিরে শেষ হয়। মহিউদ্দিন সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই।

মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বহু নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ ঘোষণার পর থেকেই মহিউদ্দিনের সমর্থকরা সড়ক অবরোধ, বাংলাদেশ–চীন মৈত্রী সেতুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশ ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর