সিলেট অঞ্চলে আবারও হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার
(১১ ডিসেম্বর) রাত প্রায় ২টা ৫০ মিনিটে এই কম্পনটি হওয়া শনাক্ত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
সিলেট সদর দপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎসস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। কেন্দ্রটির অবস্থান নির্ধারণ করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৩° উত্তর ও দ্রাঘিমা ৯১.৮৩° পূর্বে। ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব হিসাব করা হয়েছে প্রায় ২১৬ কিলোমিটার।
রিখটার স্কেলে কম্পনের মান ছিল ৩.৫, যা স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। যদিও ক্ষয়ক্ষতির খবর নেই, তবে গত কয়েক মাসে একই অঞ্চলে বারবার ছোট ছোট ভূমিকম্প হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মূল্যায়নে বলা হয়েছে, সিলেট যেহেতু ভূমিকম্প সক্রিয় অঞ্চলের মধ্যে পড়ে, তাই ঘন ঘন সামান্য কম্পনও জনগণের মধ্যে ভীতি তৈরি করছে। পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পরিস্থিতি নিয়মিত মনিটরিং করছে বলেও জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: