[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ৯:৩৮ এএম

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে

পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে দীর্ঘ ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন শেষ করে সুড়ঙ্গ বানানোর কাজ শুরু করেছেন।

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। গভীর নলকূপের মুখ খোলা থাকায় শিশুটি অসাবধানতাবশত নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে একটি, পরে আরও দুটি স্কেভেটর ব্যবহার করে খনন কাজ চালায়। রাতভর তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

বৃহস্পতিবার সকাল ৭টায় সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়—এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল থেকেই ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করতে শুরু করেছে, যাদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে।

এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটিকে শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে ক্যামেরায় কিছুই দেখা যায়নি। ঘটনার পরপরই শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও রাত নামার সঙ্গে সঙ্গে সাড়া-শব্দ বন্ধ হয়ে যায়। তবুও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান থেমে নেই।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “উদ্ধার কাজ চলছে। গর্ত খনন শেষ হলে সুড়ঙ্গ তৈরি করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর