রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু মো. স্বাধীন।
তাকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন রাকিবের ছেলে।
পরিবারের বাড়ির পাশে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গভীর নলকূপটির মুখ খোলা ছিল। খেলতে খেলতে হঠাৎ সেখানেই পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক স্থানীয় বাসিন্দা তাহের।
ফায়ার সার্ভিস জানায়, নলকূপটি প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসবিশিষ্ট। শিশুটি ভেতরে আটকা থাকলেও সে এখনো জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ আগেও তার প্রতিক্রিয়া পাওয়া গেছে। শিশুটিকে সচল রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
উদ্ধারকারীরা জানান, শিশুটিকে তুলে আনতে হলে নলকূপের চারপাশ খনন করে নলকূপের নিচের অংশে পৌঁছাতে হবে। এ পদ্ধতিটি সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হলেও জীবিত উদ্ধার নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চলছে। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান কালবেলাকে বলেন, “নলকূপটি বহুদিন অকেজো অবস্থায় ছিল। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা সর্বোচ্চ চেষ্টা করছে।”
এসআর
মন্তব্য করুন: