[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কক্সবাজারে যুবদলের দুই নেতার ওপর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারে যুবদলের দুই নেতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) এবং মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইফুল ও ফারুক একটি মোটরসাইকেলে করে কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় পৌঁছানোর পর হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে তাদের পিছু নেয়। কিছুদূর এগোতেই দুর্বৃত্তরা পেছন থেকে প্রথম গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা এলোপাতাড়ি গুলি চালায়, এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত প্রতিপক্ষ গ্রুপই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, “সাইফুল ও ফারুক দুজনই যুবদলের সক্রিয় কর্মী। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

ওসি ছমি উদ্দিন জানান, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর