গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম,
দুইটি ছোট কারখানা এবং একটি আবাসিক কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ ফকির মার্কেট এলাকায় আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি জুটের গুদামে আগুন দেখা দিলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তার আগেই আগুন দ্রুত পাশের দুটি মিনি কারখানা ও সংলগ্ন কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের টিমসমূহ এসে যৌথভাবে আগুন নিভানোর কাজ শুরু করে এবং ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
এসআর
মন্তব্য করুন: