[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

রেললাইনের পাশের ১০৭ দোকান উচ্ছেদ, ফিরল রেলওয়ের ২৬ শতাংশ জমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৬:৫১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায়

রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা মোট ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে রেলওয়ের ২৬ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের টিম মাঠে ছিল। রেলওয়ে কর্তৃপক্ষই পুরো অভিযান পরিচালনা করেছে, এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানান, স্টেশনের পশ্চিম পাশসহ ইসলাম মার্কেটের সামনের সড়কের পাশে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মুজুমদার, রেলওয়ে কানুনগো, স্টেশন মাস্টার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর