[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৯:৫৮ এএম

পঞ্চগড়ে গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের

কাছাকাছি ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরু থেকেই বইছে হিমেল বাতাস, আর দিন-রাতের তাপমাত্রায় বড় পার্থক্যের কারণে শীতের অনুভূতি আরও বাড়ছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও আজ ঘন কুয়াশা ছিল না, ভোরে হালকা কুয়াশার দেখা মিলেছে। দুপুরের দিকে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা অনুভূত হয়নি।

এর আগের দিনে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে এমন বড় তাপমাত্রা বৈচিত্র্যের কারণে শীত আরও প্রকট হয়ে উঠছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভোগান্তিও বাড়ছে। অনেকে ঘরবাড়ির সামনে কিংবা রাস্তাঘাটে খড়কুটো জ্বালিয়ে গরম নেয়ার চেষ্টা করছেন।

তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম জানান, সকালে একটু রোদ পেলেও ঠান্ডা কমেনি; বরং শরীরে আরও বেশি শীত অনুভূত হচ্ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় আগামী দিনে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর