[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৭:২২ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায়

টানা দুই দিন ধরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২৮–৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিতভাবে অভিযোগ দেয়নি।

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে কাঠেরপুল এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ আর হাতাহাতির মতো ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশের দোকানপাটও shutter নেমে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে। পরে পরিবেশ শান্ত হলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে দুই পক্ষ আবারও মুখোমুখি হলে সংঘর্ষের নতুন দফা শুরু হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধ, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে উত্তেজনা জমে ছিল। এর জের ধরেই শনিবার (৬ ডিসেম্বর) রাতেও প্রথম দফায় সংঘর্ষ ঘটে।

এক বাসিন্দা জানান, দুপুরে উত্তেজনা কমে গেলেও সন্ধ্যার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই জুবাইদা খাতুন বলেন, ঘটনাকে কেন্দ্র করে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর