[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

রাজধানীর তুরাগ এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম

তলায় আগুন লাগে। এতে পাঁচজন সামান্য আঘাত পেলেও ফায়ার সার্ভিস মোট ২৩ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোর ৫টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ৪৬ মিনিটের প্রচেষ্টায়—সকাল ৬টা ৩৬ মিনিটে—আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, আগুন লাগার পর পঞ্চম তলার ওপরের বাসিন্দাদের প্রথমে ভবনের ছাদে সরিয়ে নেওয়া হয়। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তাদের সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়। উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর