গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন বিকেল ৪টার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে পৌঁছে।
স্টেশন ছাড়ার পরপরই ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং ধীরে ধীরে ট্রেনের গতি কমে আসে। এ সময় ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিলে কয়েকজন যাত্রীর গায়ে পড়ে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।
বিকল্প ইঞ্জিন আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেনকে যাত্রাবিরতি করতে হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: