পঞ্চগড়ে ডিসেম্বরের শুরুতেই শীতের তীব্রতা দ্রুত বাড়ছে। হিমেল
বাতাস ও ঘন কুয়াশায় স্থানীয় জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার পর তেঁতুলিয়ায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আজ সকাল ৯টার পর্যবেক্ষণে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে যানবাহনকে।
শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ভোর ও গভীর রাতে ঠান্ডা এতটাই তীব্র যে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। যদিও দিনের বেলায় কিছুটা রোদ থাকে, কিন্তু ভোরের ঠান্ডা শ্রমজীবীদের জন্য বাড়তি কষ্ট তৈরি করছে। দিনমজুর ও যানবাহন চালকদের আয়ও কমে গেছে—কেউ কাজের অসুবিধার কথা বলছেন, কেউ বা রাস্তায় মানুষের সংখ্যা কমে যাওয়ায় রোজগার কমে যাওয়ার অভিযোগ করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, টানা তিন দিন ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভাব্য শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।
এসআর
মন্তব্য করুন: