নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে জামায়াতের
মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ মাঠে প্রায় বারো শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনাও করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম।
নিজ বক্তব্যে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি শুধু দেশের নয়, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনবার দেশের দায়িত্ব পালন করেছেন তিনি। ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর বড় অবদান রয়েছে। রাজনৈতিক বিভেদ নয়, জাতির ঐক্যই আমাদের প্রধান লক্ষ্য। সেই আন্তরিকতা থেকেই তাঁর সুস্থতার জন্য আজকের এ দোয়া।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা ফিরলে দেশের নেতৃত্বে নতুন উদ্যম আসবে—এমন বিশ্বাস থেকেই এ আয়োজন, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয় বরং জাতির সার্বিক শান্তি ও উৎকণ্ঠা দূর করার প্রার্থনা।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভারের জটিলতা ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন।
এসআর
মন্তব্য করুন: