[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ৯:২৫ এএম

রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি ভূকম্পন

অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে।

এর মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪.১।

এর দুই দিন আগে, সোমবার (১ ডিসেম্বর) রাতে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া এবং আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দারা কম্পন টের পান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর