[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ৯:১৬ এএম

উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতে স্বাভাবিক

জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। হিমেল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। সকাল গড়িয়ে গেলেও কুয়াশার কারণে সড়কের দৃশ্যমানতা কম থাকায় অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তাপমাত্রা নেমে যাওয়ায় দিনের মজুর, খেটে-খাওয়া মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের ওপর সবচেয়ে বেশি ভোগান্তি নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

এ অবস্থায় জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই পড়ছেন বিপাকে। যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, ‘এতো ঠান্ডা আর কুয়াশায় ঘরে থাকলে চলে না, আবার বের হতে গেলেও কষ্ট। কাজ না করলে খাব কী?’

কুড়িগ্রাম পৌর এলাকার রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) জানান, ‘ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছি, কিন্তু ভাড়া হচ্ছে না। মানুষ বাইরে না বের হলে আমি আয় করব কীভাবে? সংসার কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর