[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

নওগাঁয় জেঁকে বসেছে শীত, ১২.১ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ এএম

উত্তরের জেলা নওগাঁয় শীত ধীরে ধীরে তীব্র রূপ নিচ্ছে। প্রতিদিনই

তাপমাত্রা কমছে, যদিও সকালে সূর্যের আলো মিললে সাধারণ মানুষের চলাচলে বড় কোনো সমস্যা দেখা দিচ্ছে না।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.১ ডিগ্রি সেলসিয়াস—যা চলতি মৌসুমে এখানকার সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া শরীরে শীতের অনুভূতি বাড়িয়ে দেয়। রাতভর পরিবেশ কুয়াশায় আচ্ছন্ন থাকে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনেকটা কমে যায় এবং দিনের বেলায় রোদে গরমভাবও অনুভূত হয়। আজও সকালে সূর্যের দেখা মেলায় মানুষের স্বাভাবিক কাজকর্মে তেমন বিঘ্ন ঘটেনি।

হাপানিয়া এলাকার জয়নাল আবেদীন বলেন, “দিনে ভালোই গরম থাকে, কিন্তু সন্ধ্যা হলেই শীত বাড়ে। রাতে তো কম্বল ছাড়া থাকা যায় না।”

বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান জানান, “সন্ধ্যার পর বাতাসের সঙ্গে ঠান্ডা মিললে ভ্যান চালানো খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। আজও ভোর পর্যন্ত কুয়াশা ছিল, আর সকালে যাত্রীও কম পাওয়া যায়।”

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমেছে। আগামী সপ্তাহে শীত আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর