[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪ এএম

পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই

হিমেল বাতাস আর ঘন কুয়াশা স্থানীয়দের দুর্ভোগ বাড়িয়েছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকলেও গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ, যার ফলে শীত আরও বেশি অনুভূত হয়েছে। ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে থাকে, ফলে তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে দেখা যায়।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদ থাকলেও ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতকে আরও তীব্র করেছে।

গলেহাহাট এলাকার বাসিন্দা মাসুদের কথায়, ঠান্ডায় মোটরসাইকেল চালানো কঠিন হয়ে পড়েছে; হাতমোজা পরেও হাত শক্ত হয়ে যায়। কুয়াশার কারণে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে ধীরে চালাতে হয়।

দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক হুসেন উদ্দিন বলেন, শীতের কারণে ভোরে কাজে বের হওয়া খুবই কষ্টকর, কিন্তু রোজগারের জন্য বাধ্য হয়েই বের হতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বাড়ছে। তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও মঙ্গলবার তা নেমে যায় ১১.৭ ডিগ্রিতে এবং আজ বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন ঠান্ডা শুরু মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর