[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

কালুরঘাটে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১:৫৭ এএম

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

এর আগে ঢাকার কড়াইল বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত না হতেই চট্টগ্রামে নতুন অগ্নিকাণ্ডের খবর চারদিকে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে পাঠানো চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর