[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

নৌবাহিনী প্রধান

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৮ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল

হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী সরকার এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখেন তিনি।

জাতিসংঘ মিশনে নৌবাহিনীর অবদান

নৌপ্রধান বলেন, দেশের নিরাপত্তার পাশাপাশি নৌবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে। বিশ্বের নানা দেশে বাংলাদেশি যুদ্ধজাহাজ, নৌসদস্য ও কন্টিনজেন্ট দায়িত্ব পালন করছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নৌসদস্য ফিলিস্তিনসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। দায়িত্ব পালনকালে চারজন সদস্য জীবন উৎসর্গ করেন।

নতুন নাবিকদের সম্মাননা

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ অর্জনকারী নাবিকদের পুরস্কৃত করা হয়।

রিজান মোল্যা সর্বোচ্চ সাফল্যের জন্য পান নৌপ্রধান পদক।

মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অর্জন করে পান কমখুল পদক।

মো. হাসান আলী তৃতীয় স্থান লাভ করে অর্জন করেন শের-ই-বাংলা পদক।


২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে ৪১৭ জন নবীন নাবিক এদিন নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা ছুঁয়ে দেশের প্রয়োজনে আত্মত্যাগের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাবিক এবং নবীন সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর