[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ।

পরিবারসূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ডা. কাকলী। এসময় তার লিভার ও কিডনির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে দ্রুত ঢাকায় আনা হয়। হাসপাতালে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার সকালে তিনি মারা যান।

ডা. কাকলীর মৃত্যুতে কুমিল্লা মেডিকেল অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। রোগী, সহকর্মী ও স্বজনদের মাঝে নেমেছে গভীর বিষাদ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী অসচ্ছল বহু রোগীর বিনামূল্যে সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন ‘অধুনা থিয়েটার’-এর সক্রিয় সদস্য। গান শুনতে এবং প্রকৃতির মাঝে ভ্রমণ করতে ভালোবাসতেন তিনি।

স্বজনরা জানান, আপাতত তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর