[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

সাভার ও ধামরাইয়ে আ. লীগের ৪২ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৬:১২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে

কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে সাভার মডেল থানা এলাকা থেকে ২৮ জন, আশুলিয়া থেকে ১১ জন এবং ধামরাই থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় টানা অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ পূর্বের মামলার আসামি।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, এলাকায় সন্ত্রাস ও সহিংসতা ঠেকাতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।

এদিকে ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধে অভিযানে তিনজনকে আটক করা হয় এবং পরে তাদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ২৫টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানে যানবাহন ও ব্যক্তিগত তল্লাশি চলছে যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে।

তিনি আরও জানান, বর্তমানে এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর