[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চার শিশু একসঙ্গে বিলের মধ্যে শাপলা তুলতে যায়। দীর্ঘসময় পেরিয়েও তারা বাড়ি না ফিরলে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করে। পরে এলাকাবাসী বিলের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার কন্যাশিশুর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে চলেছে শোক ও কান্নার রোল।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা প্রায়ই বিকেলে বিলের ধারে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি ছয়ার মতো চারটা লাশ ফিরে আসবে।”

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে শিশুরা পিচ্ছিল কাদায় পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর