[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১১:৫৯ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর সড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে যানবাহন সরিয়ে স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির পর পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর