[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ১২:২৮ এএম

ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে মসজিদের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—উত্তর পারুয়ার আনু মিয়া হাজি বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (৭), তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (৮) এবং একই ইউনিয়নের সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯)। নিহত তিনজনই চাচাতো ও খালাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে তিন শিশু বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “তিন শিশুই ঘনিষ্ঠ আত্মীয়। হাবিবা ও সুমাইয়া দুই বোন, আর জান্নাত আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। খেলতে গিয়ে একসঙ্গে তিন শিশুর মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।”

তিনি আরও বলেন, “যে বাড়িতে প্রতিদিন শিশুদের হাসি-খেলা লেগে থাকত, সেখানে এখন নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।” 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর