[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ১২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষের ঢল।

এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

অন্যদিকে ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে ঢাকা-সিলেট মহাসড়কেও গাড়ি ধীরগতিতে চলছে।

কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি সড়কে নামায় যানজট বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।

যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে আধাঘণ্টা লাগলেও আজ সেখানে তিন-চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

বাসযাত্রী সোহেল মিয়া বলেন, “সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়েও এখনো নরসিংদী পার হতে পারিনি।”

ট্রাকচালক আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, আর মালিকদের চাপও সামলানো কঠিন হয়ে পড়ছে।”

পুলিশের আশা, অতিরিক্ত টিম কাজ করায় ধীরে ধীরে যানজট কমে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর