[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪:১১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজ সুযোগ এসেছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার।

আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল নয়।”

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বহুবার বিএনপিকে ধ্বংস ও ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। যারা নির্যাতন করেছে, হত্যা-গুম করেছে, তারাই আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। তিনি আরও বলেন, “আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ৪৭ বছরে এই দেশকে যা কিছু ভালো দিয়েছে, তার বড় অংশই এসেছে বিএনপির হাত ধরে।”

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার পরে বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই দল লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সুযোগসন্ধানী হয়ে নয়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন কয়েক হাজার নেতাকর্মী। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে ২ হাজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন চারজন প্রার্থী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর