রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শিক্ষার্থী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকগামী পর্যটকবাহী একটি জিপগাড়ি বাঘাইহাট থেকে সিজকছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিংকি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন গাড়িতে থাকা আরও ১১ শিক্ষার্থী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এসআর
মন্তব্য করুন: