[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

৩ কোটি টাকার বিল তুলতে গিয়ে দুই শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ১০:১৫ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠিতে এলজিইডির একটি কাজের চূড়ান্ত বিল তুলতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী।

পরে পুলিশে সোপর্দ করা হলে লিখিত মুচলেকার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক দুইজন হলেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম (২৪) এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী (২৫)।

সূত্রে জানা যায়, তারা ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর শাওন খানের পক্ষ হয়ে প্রায় ৩ কোটি টাকার একটি সড়ক ও ব্রিজ নির্মাণকাজের চূড়ান্ত বিল তুলতে গিয়ে ঝালকাঠি এলজিইডি অফিসে যান। এ সময় সিনিয়র প্রকৌশলীর কক্ষে বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হলে বিএনপিপন্থি ঠিকাদাররা তাদের আটক করে পুলিশে দেন।

নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর অভিযোগ করেন, কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও ওই দুইজন বিল ছাড়াতে বারবার চাপ দিচ্ছিলেন এবং একপর্যায়ে ঘুষের প্রস্তাবও দেন। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ করা হয় বলে দাবি করেন।

তবে আটককৃতরা জানান, প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ জানাতেই তারা এলজিইডি অফিসে গিয়েছিলেন। কিন্তু সেখানে উপস্থিত ঠিকাদাররা “মব” তৈরি করে তাদের পুলিশে ধরিয়ে দেন।

সন্ধ্যায় সদর থানায় জেলা বিএনপি, যুবদল, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে দুই পক্ষের আপসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। তারা লিখিতভাবে “ভুল বোঝাবুঝি” স্বীকার করে ছাড়া পান।

সিরাজুল ইসলাম ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের দোগলচিড়া গ্রামের ব্যবসায়ী নুরুল বাশারের ছেলে এবং মেহেদী বরিশাল শহরের কাকলীর মোড়ের মুদি দোকানি কালামের ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এলজিইডি কর্তৃপক্ষের লিখিত অভিযোগ না থাকায় এবং স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি আপসে নিষ্পত্তি হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর